কেশবপুরে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

 যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে আবাদ হওয়া সরিষা ফুলের দৃশ্য আর ঘ্রানে কৃষকের মাঝে সাড়া জাগিয়ে তুলছে।

তারা সরিষার বাম্পার ফলনের আসা করছেন। উপজেলার বিস্তৃত মাঠ জুড়ে বারী সরিষা চাষের উৎসবে মেতেছেন কৃষকেরা। তবে সরকারি ভাবে নেওয়া সরিষা চাষের লক্ষ্য মাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে, , চলতি বছর সরিষা চাষের লক্ষ্য মাত্রা অর্জিত না হলেও কৃষকের মাঠে আগাম জাতের বারী সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভবনা দেখা দিয়েছে। এখানকার কৃষকেরা বোরো আবাদের আগে একই জমিতে আগাম বারী-১৪ ও বারী-৯ জাতের সরিষা চাষ করে আসছেন বিস্তারিত >>

 

Comments