গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দিনব্যাপী সফিপুর বালুর মাঠ এলাকায় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় অবৈধ গ্যাস সংযোগ করায় ভ্রাম্যমান আদালত তাকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করেন। পরে ওই এলাকার আর নয়টি ফ্লাট ও ভবনের মালিককে পাঁচ লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটনের বিলাস বহল বাড়িতে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিলেন। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে বুধবার দিনব্যাপি গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে উপজেলার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয় বিস্তারিত >>
Comments
Post a Comment