কবি ও কবিতা নিয়ে একটি অসাধারণ কবিতা "কালজয়ী কবি কালজয়ী কবিতা"

- মুহাম্মদ শামসুল হক বাবু


কালজয়ী কবি কালজয়ী কাব্যের
অনুরাগী তোমার অনুরাধা কই ?
দেবে নাকি খানিক বিবৃতি -
কবিতার জ্বালাময়ী আবৃত্তি।


আমি কবিতার পল্লী থেকে বলছি
জমানো বেদনার কথা শোনাব।
অনুরাগ উত্তাপে মনের আস্ফালন
কবিতায় জ্ঞানের অনুশীলন।
অনুশীলন হয় ভাবের ও আত্মার
অনুশীলন আবেগের ও বিবেকের।
নিপিড়ন ও মনুষ্যত্ববোধের কথা বলে -
দেশ জাতি ও জনতার ঝান্ডা তুলে।


ছড়িয়ে আছে বহুমাত্রিক লেখক
বহুমাত্রিক প্রতিভার ভুবন... বিস্তারিত

Comments